1. admin1@shimantoshohor.com : ডেস্ক নিউজ • : ডেস্ক নিউজ •
  2. nrakash261@gmail.com : সীমান্ত শহর ডেস্ক: : NR Akash
  3. admin@shimantoshohor.com : প্রকাশক : সীমান্ত শহর ডেস্ক: Islam
  4. alamcox808@gmail.com : ডেস্ক নিউজ : : ডেস্ক নিউজ :
শিরোনামঃ
চকরিয়ায় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার বাংলাদেশে ঢুকছে ২ লাখ কোটি টাকা জাল নোট: পোস্টে জুলকারনাইন মাথা কেটে অপারেশনে দুই মাসের হাবিবার মৃত্যু, সাংবাদিকদের বিরুদ্ধে উল্টো অভিযোগ চিকিৎসকের জামায়াত ক্ষমা না চাইলে ক্ষমতায় যেতে পারবে না: কাদের সিদ্দিকী এসএমপির নথি ফাঁস: বিব্রত পুলিশ, নেপথ্যে আ’লীগ দোসর মেধা তালিকায় নেই, বিশেষ সুবিধায় হলে থাকেন ছাত্রদল-শিবির-বাগছাসের ৪ চাকসু ও হল সংসদ প্রার্থী ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা ফারুকীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা কায়কোবাদ রেজুখাল চেকপোস্টে ইয়াবাসহ তিন পাচারকারী গ্রেফতার রোহিঙ্গাদের জন্য আরও ৯৬ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ, ১২ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়!

পেকুয়ায় ১২ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, মুক্তিপণ দাবি

✍️ প্রতিবেদক: সীমান্ত শহর ডেস্ক:

  • আপডেট সময়ঃ রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩ বার পঠিত

কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়নে আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিয়া মাদ্রাসার পঞ্চম শ্রেণির এক শিশু আবদুল আজিজ ১২ দিন ধরে নিখোঁজ । গত ৩ সেপ্টেম্বর সকালে আবদুল আজিজ মাদ্রাসায় ক্লাস করতে যাওয়ার জন্য বের হলে পরে বাড়িতে আর ফিরে আসেনি। নিখোঁজ হওয়ার ৫ দিন পর থানায় একটা নিখোঁজ ডায়েরি করেছে শিশুর পরিবার।তবে কেউ একজন অজ্ঞাতস্থান থেকে তিন চার বার মোবাইল ফোনে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করছে বলে জানান নিখোঁজ আবদুল আজিজের পিতা।

নিখোঁজ শিশু আব্দুল আজিজ কক্সবাজারে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের রাহাতজানি পাডা গ্রামের দিদারুল ইসলামের ছেলে।

বাড়ি থেকে বের হওয়ার ১৪ দিন সময় পেরিয়ে গেছে। কিন্তু এখনও তার খোঁজ মেলেনি। কোনো আত্মীয়স্বজনের বাড়িতেও যায়নি সে। সম্ভাব্য সব জায়গায় আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুজি করা হয়েছে। কিন্তু তার সন্ধান মিলছে না। এমন অবস্থায় দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটাচ্ছে আবদুল আজিজের পরিবার। আব্দুল আজিজের পিতা দিদারুল ইসলাম একজন ট্রলি চালক। ট্রলি চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করে।

দিদারুল ইসলাম জানান, আবদুল আজিজ আমার ছেলে। ইচ্ছে ছিল তাকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করব। সে পঞ্চম শ্রেণিতে পড়ে। ছোটবেলা থেকেই তাকে মাদ্রাসায় দিয়েছি। কোথায় গেল আমার ছেলে! ওর চিন্তায় আমরা অস্থির হয়ে আছি। ছেলেটাকে হারিয়ে তার মা পাগলপ্রায়। কিছু খাচ্ছে না, ঘুমাচ্ছে না। শুধু আবদুল আজিজের অপেক্ষায় দিন গুনছে, কখন সে বাড়ি ফিরবে।

একটি ফোন নম্বর থেকে অজ্ঞাতনামা কেউ একজন ফোন দিয়ে শিশুকে ফেরত দিতে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। এমনকি সঠিক সময় টাকা দিতে না পারলে শিশুকে প্রাণে হত্যা করবে বলে মুঠোফোনে হুমকি দিচ্ছে। ছেলে কোথায় আছে জিজ্ঞেস করলে অপর প্রান্ত থেকে বলে পাহাড়ের মধ্যে আছে। টাকা নিয়ে কক্সবাজারের ঈদগাঁ বাজার এলাকায় যাওয়ারও কথা বলে। টাকা দিতে দেরি করলে জবাই করে হত্যা করে লাশ ফেলে রেখে ওখান থেকে নিয়ে যাওয়ার হুমকির বার্তা দিচ্ছেন কেউ একজন। এর একটা অডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

পরিবারের পক্ষ থেকে ইতোমধ্যে প্রশাসনকে এই বিষয়ে অবগত করা হয়েছে। দ্রুত শিশুকে উদ্ধার অথবা খোঁজে পেতে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেছেন শিশুটির পরিবার।

পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আমিনুর রশিদ বলেন, আমার মাদ্রাসার ছাত্র নিখোঁজের বিষয়টি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি তবে অভিভাবকের পক্ষে এখনো কোন অভিযোগ পাইনি।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, থানায় জিডি হয়েছে। নিখোঁজ আব্দুল আজিজকে খুঁজে পেতে চেষ্টা চলছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com