কক্সবাজারের উখিয়ায় ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার বাজার মুল্য দুই কোটি টাকারও বেশি। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে পালংখালী সীমান্ত থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক সীমানা পার হয়ে সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। বিজিবর নৌ-টহল দেখে সাথে থাকা জাল নদীতে ফেলে পালিয়ে যায়। জালটি তল্লাশি করে ইয়াবাগুলা উদ্ধার করে বিজিবি।
উখিয়া (৬৪) ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ জসীম উদ্দিন পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, পালিয়ে যাওয়া মাদককারবারীকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি চলছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।