উখিয়া উপজেলার বিভিন্ন উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ শ্রেণি ও আলিম ১ম বর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
উল্লেখযোগ্যভাবে, উখিয়া কলেজ, উখিয়া সরকারি মহিলা কলেজ, শহিদ এটিএম জাফর আলম কলেজ, রাজাপালং এমইউ ফাজিল মাদ্রাসা এবং রুমখাঁপালং ইসলামিয়া আলিম মাদ্রাসায় এই নবীন বরণ অনুষ্ঠিত হয়।
উখিয়া কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। এছাড়া কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য প্রফেসর ড. মোকতার আহমদ, সরওয়ার জাহান চৌধুরী, হিতৈষী সদস্য সোলতান মাহমুদ চৌধুরী, সদস্য ডা. নাসরিন জেবিন এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহ আলম অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তাঁরা শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পাঠগ্রহণ ও নৈতিক শিক্ষায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
একইদিন রুমখাঁপালং ইসলামিয়া আলিম মাদ্রাসাতেও নবীন বরণ অনুষ্ঠিত হয়। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম। তিনি শিক্ষার্থীদের শিক্ষা ও চরিত্র গঠনের উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী এবং মাদ্রাসা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ১৫ সেপ্টেম্বর সোমবার উখিয়ার সকল উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়। এসব অনুষ্ঠানের মাধ্যমে নতুন শিক্ষার্থীরা শিক্ষা জীবনের নতুন অধ্যায়ে সবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা পেয়েছে।