কক্সবাজারের চকরিয়ায় নানা কারণে আলোচিত সমালোচিত সাহারবিলের সাবেক ইউপি চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরীকে ঈদগাঁও থানার একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চকরিয়া কোর্ট সেন্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে অপর একটি মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে নবী হোছাইন চৌধুরীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
জানা গেছে, সম্প্রতি কক্সবাজার জেলার ঈদগাঁও থানার একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার আসামিরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। ওই জবানবন্দিতে সাহারবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নবী চৌধুরীর সম্পৃক্ততা রয়েছে বলে স্বীকার করেছে আসামিরা। পরে কক্সবাজার জেলা পুলিশের বিশেষ শাখা (ডিবি) ঈদগাঁও পুলিশ ও চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে নবী চৌধুরীকে গ্রেপ্তার করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার নবী জানান, গ্রেপ্তার নবী চৌধুরীর বিরুদ্ধে ডাকাতি, গরু চুরি, পুলিশ এসল্ট, অস্ত্র লুট, মারামারি ও হত্যাসহ ১৯টি মামলা রয়েছে।