কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে পালংখালী বিওপি’র টহল দল মালিকবিহীন অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে টহল দল সীমান্ত পিলার বিআরএম ১৯ হতে ১.৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব ফারির বিল কবরস্থান এলাকায় অবস্থান নেয়। এ সময় আনুমানিক সকাল ৯টা ৩৫ মিনিটে মিয়ানমার দিক থেকে তিনজন ব্যক্তি সীমান্ত অতিক্রম করে প্রবেশ করলে একজনের হাতে সাদা রঙের শপিং ব্যাগ লক্ষ্য করা যায়।
তল্লাশির জন্য বিজিবি সদস্যরা অগ্রসর হলে তিনজন চোরাকারবারী তিনদিকে পালিয়ে যায়। এ সময় শপিং ব্যাগ হাতে থাকা এক ব্যক্তি ব্যাগটি ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ব্যাগটি উদ্ধার করে তল্লাশি চালালে ভেতরে নীল রঙের বায়ুরোধী দুই কাটে মোট ২০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
ঘটনার পর পালিয়ে যাওয়া চোরাকারবারীদের আটক করতে এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হলেও কাউকে গ্রেফতার করা যায়নি। তবে তাদের শনাক্ত ও গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে।