চট্টগ্রামের সাতকানিয়ায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় গুলি করে জানে মারতে ব্যর্থ হয়ে মো. আবু বক্কর (৩৫) নামে এক দুবাই প্রবাসীকে বন্দুকের আঘাতে মাথায় গুরুতর আহত করেছেন সংঘবদ্ধ মাদক সিন্ডিকেটের সদস্যরা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আলী চাঁনপাড়া নতুন ব্রিজের কোনায় সড়কের উপর এ ঘটনা ঘটে।
আহত আবু বক্কর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বক্কর আলী চাঁন পাড়ার মৃত হাজী নুর আহমদের ছেলে।
আহত আবু বক্কর বলেন, আলী চাঁনপাড়ার নতুন ব্রিজের সামনে এক কোনায় সড়কের উপর এশার নামাজ পড়ে আমি দাঁড়িয়ে আছি। হঠাৎ একটি মোটরসাইকেলযোগে ডালিম, ইয়াছিন ও আবিদ নামে তিন যুবক ব্রিজের উপর থামে। মোটরসাইকেল থেকে নেমে ডালিমের হাতে থাকা লম্বা বন্দুক দিয়ে আমাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ সময় আমি গুলি থেকে বাঁচতে মাটিতে লুটিয়ে পড়ি। পরে তারা এসে আমাকে বেধড়ক মারধর করেন। এর পরপরই আমি ডালিমকে ধরে তার অস্ত্র কেড়ে নিয়ে সেটি দিয়ে তাকে মারতে শুরু করি। এর এক পর্যায়ে ডালিমকে বাঁচাতে আবিদ এগিয়ে এলে তাকে আমি ওই বন্দুক দিয়ে পিটিয়ে ব্রিজ থেকে ডলু খালে ফেলে দিই। ডালিমদের দলে থাকা সেলিম, কলিম, টিপু, সাইফুল ও রাকিবসহ সন্ত্রাসীরা ব্রিজের পশ্চিম পাশে কলঘর ও গাছ বাগানে লুকানো অবস্থা থেকে বের হয়ে এসে আমাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এক পর্যায়ে তাদের হাতে থাকা লম্বা বন্দুক দিয়ে আমার মাথায় আঘাত করলে আমি শক্তি হারিয়ে ফেলি। আমার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আমার ভাই ও এলাকার লোকজন আমাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। আমার মাথার বিভিন্নস্থানে ২৪টির মত সেলাই দেওয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।
আবু বক্কর আরও জানান, ডালিমের কাছ থেকে কেড়ে নেওয়া একটি লম্বা বন্দুক জনতা পুলিশকে দিয়ে দেয়।সন্ত্রাসীরা আমাকে পরপর তিন বার গুলি করে। আমি মাটিতে লুটিয়ে পড়ায় গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। তারা ৪ রাউন্ডের মত ফাঁকা গুলিও ছোড়ে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতেও মাদক কারবারিরা আমার বাড়ির কাছাকাছি এসে ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আমাকে ধমক দিয়ে গেছে।
দুই মাস ১০ দিন আগে আমি দুবাই থেকে দেশে আসি। আবার সৌদি আরব চলে যাওয়ার জন্য মেডিকেলও দিয়েছি। দেশে আসার পর থেকেই এলাকায় মাদক ব্যবসা বন্ধে গণসচেতনতা তৈরি করতে গেলে আমি মাদককারবারিদের রোষানলে পড়ি। আমাকে জানে মেরে তারা প্রতিবাদকারীর মুখ বন্ধ করতে চেয়েছিল।
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. বেলাল উদ্দিন বলেন, এওচিয়া ইউনিয়ন থেকে একজন আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়েছিল। তার মাথার বেশ কয়েকটি জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় বেশ কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ঘটনার পর পর পুলিশের কয়েকটি টিম ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য তাদের বসতঘরসহ সম্ভাব্যস্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছি। তবে কাউকে গ্রেপ্তার করতে পারিনি। এ ঘটনায় সন্ত্রাসীদের কাছ থেকে জনতার কেড়ে নেওয়া একটি গুলি ভর্তি ওয়ানশুটার গান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বুধবার দিবাগত রাত ১ টার দিকে আহতের বড় ভাই আবুল বশর বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ ও ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।