আসন্ন দুর্গাপূজা ঘিরে পার্শ্ববর্তী দেশ বিভিন্ন ধরনের মিথ্যা সংবাদ ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এসব বিভ্রান্তিকর তথ্যের বিপরীতে দেশীয় গণমাধ্যমকে সত্য সংবাদ প্রচারের আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে অধিনায়ক সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সারাদেশে ৩৩ হাজারের বেশি পূজা মণ্ডপ হবে। এ সময় পার্শ্ববর্তী দেশ থেকে নানা ধরনের গুজব ছড়ানো হতে পারে। এসব বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। মিথ্যা তথ্যের বিপরীতে দেশীয় গণমাধ্যমই সত্য সংবাদ প্রচার করবে।’
আরও পড়ুন: দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করল সরকার
এ সময় অবসরপ্রাপ্ত সেনা, র্যাব ও পুলিশ কর্মকর্তাদের নিয়োগ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রাষ্ট্রের প্রয়োজনে তাদের নিয়োগ দেয়া হচ্ছে। ‘এতে কোনও সমস্যা নেই। নিয়ম অনুযায়ী পদায়ন করা হচ্ছে।