“স্বাস্থ্য সুরক্ষা ও মনন বিকাশে খেলাধুলার বিকল্প নেই। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতিও মনোযোগী হতে হবে”—বৃহস্পতিবার সকালে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন এস. এম. জসিম উদ্দিন। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম, উখিয়া প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য শফিউল ইসলাম আজাদ, বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বক্তারা বলেন,“আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য খেলাধুলা অপরিহার্য। নিয়মিত ক্রীড়াচর্চা একদিকে যেমন শরীরকে সুস্থ রাখে, অন্যদিকে মানসিক দৃঢ়তা ও নেতৃত্বের গুণাবলিও বাড়ায়। এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব, সহনশীলতা ও দলগত চেতনা গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।”আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়।