কক্সবাজার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা আহ্বায়ক কমিটিতে সদস্য মনোনীত হয়েছেন কাউয়ারখোপ ইউনিয়ন বি এন পির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আয়াত উল্লাহ হোমিনী।
ইতিপূর্বে এডভোকেট আয়াত উল্লাহ হোমিনী জাতীয়তাবাদী শহীদজিয়া আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হয়েছেন।
এই আইনজীবী রাজনৈতিক জীবনে চট্রগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, চট্রগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের (এস কে খোদা তোতন কমিটির) ১৬ নং ওয়ার্ড়ের সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী আইন ছাত্রফোরাম (মাকসুদউল্লাহ মকসুদ ও নিহার হোসেন ফারুক কমিটি) এর কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া অরাজনৈতিক সংগঠন, বৃহত্তর চট্টগ্রাম আইনজীবী কল্যান পরিষদ ঢাকার নির্বাচিত অর্থ সম্পাদক, রয়েল এডভোকেট ক্লাব ঢাকার নির্বাচিত কোষাধ্যক্ষ, উখিয়ারঘোনা ছাত্রফোরামের উপদেষ্টা, বৃহত্তর উখিয়ারঘোনা পেশাজীবি ফোরামের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এডভোকেট আয়াত উল্লাহ হোমিনীর এক প্রতিক্রিয়ায় বলেন, জীবনের বাকী সময়টুকু মানুষের সেবায়, আসহায়, গরীব মানুষের কল্যাণে ব্যয় করতে চাই, আমি কক্সবাজার জেলাবাসীসহ বিশেষ করে আমার ইউনিয়ন কাউয়ারখোপ ইউনিয়নের মানুষের দোয়া ও ভালবাসা কামনা করি।