কক্সবাজারের ঘুমধুম সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর ব্যবস্থাপনায় ঘুমধুম বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় প্রায় ৩৫০ থেকে ৪০০ জন অসহায় মানুষকে এ চিকিৎসা সেবা দেওয়া হয়।
মেডিক্যাল ক্যাম্প পরিচালনায় নেতৃত্ব দেন কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম। এসময় কক্সবাজার রিজিয়ন সদর দপ্তরের সম্মানিত রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান, এনডিসি, পিএসসি, পিএইচডি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সদর দপ্তর বিজিবির উদ্যোগে সারাদেশের সীমান্ত এলাকায় অসহায় ও দুঃস্থ জনগণের মাঝে ধারাবাহিকভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।