হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অভিযানে ৭ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ মা-মেয়েকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এএপি)।
আটককৃতরা হলেন—রোজিনা (৪০) ও তার মেয়ে ফাহমিদা ইয়াসমিন (২০)। মঙ্গলবার দুপুর ১টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইট (বিএস-১৪৬) যোগে আসার পর বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে তাদের আটক করা হয়।
এএপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আটককৃতদের তল্লাশি করলে প্রথমে জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা বহনের কথা অস্বীকার করে। পরে তাদের সঙ্গে থাকা দুইটি ট্রলি ব্যাগ তল্লাশি করে হাতলের স্টিলের ভেতর থেকে ৫ হাজার ৮০০ পিস ইয়াবা এবং নারী পুলিশ সদস্য দ্বারা দেহ তল্লাশিতে রোজিনার পরিহিত ছেলোয়ারের মধ্যে বিশেষ কায়দায় রাখা আরও ১ হাজার ৭৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, দীর্ঘদিন ধরে ইয়াবা পরিবহন ও বিক্রয়ের সঙ্গে যুক্ত রয়েছে।
ঘটনার পর তাদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।