গবেষণা সংস্থা ইনোভেশন এর সর্বশেষ জরিপে দেখা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে বিএনপি। জরিপে অংশ নেওয়া ৪১.৩০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চান। দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী, তাদের পক্ষে ভোট দিতে চান ৩০.৩০ শতাংশ ভোটার। আর নতুন দল এনসিপিকে ভোট দিতে চান ৪.১ শতাংশ ভোটার।
বুধবার রাজধানীতে জরিপের ফলাফল প্রকাশ করে ইনোভেশন। এতে জানানো হয়, দেশের ৬ বিভাগের মধ্যে বিএনপি এগিয়ে আছে ঢাকাসহ বেশিরভাগ অঞ্চলে, রংপুরে জামায়াত এবং চট্টগ্রাম বিভাগে এনসিপি তুলনামূলক বেশি সমর্থন পাচ্ছে।
ভোটারদের কাছে সরকার গঠনের সম্ভাবনা সম্পর্কেও প্রশ্ন রাখা হয়। এর উত্তরে ৪০ শতাংশ ভোটার মনে করেন বিএনপি সরকার গঠন করবে। ২৩.৩ শতাংশ ভোটারের ধারণা জামায়াত ক্ষমতায় যেতে পারে। অপরদিকে ৩.৮ শতাংশ ভোটার মনে করেন নতুন দল এনসিপিরও সরকার গঠনের সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, ইনোভেশন কনসালটিংয়ের সঙ্গে এ জরিপে সহযোগিতা করেছে আরও দুটি গবেষণা সংস্থা— ব্রেইন ও ভয়েস ফর রিফর্ম। এর আগে গত মার্চ মাসে প্রকাশিত ইনোভেশনের আরেক জরিপে দেখা গিয়েছিল, ৪১.৭ শতাংশ ভোটার বিএনপিকে এবং ৩১.৬ শতাংশ ভোটার জামায়াতে ইসলামকে সমর্থন জানাতে চান। একই জরিপে আরও উঠে আসে, ৫৮ শতাংশ ভোটার চলতি বছরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন বলে মনে করেন।