কক্সবাজারের রামু উপজেলার কাউয়ার খোপ ও ঈদগড় ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।
২৪ সেপ্টেম্বর রামু উপজেলা পরিষদের বাঁকখালী হলরুমে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই ঘোষণা দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামু এর ডিরেক্টর প্রতিনিধি কফিল উদ্দিন কালু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাশেদুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাউয়ার খোপ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হানিফ জিহাদ,
এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন কাউয়ার খোপ ইউনিয়ন পরিষদে আজিজুল হক মেম্বার,
ওয়াল ভিশন রামু ডিরেক্টর বেদারুল ইসলাম ও তারেকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন:
“১৮ বছরের আগে কোনো মেয়ের বিয়ে নয় — এই শপথ আমাদের সবাইকে নিতে হবে।
পরিবার, সমাজ ও প্রশাসন একসঙ্গে কাজ করলে আমরা রামুকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে পারব।”
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, নারী নেত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
তাঁরা সবাই বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন এবং সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।