জেলা জামায়াতের আমীর ও কক্সবাজার ৪ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, নতুন বাংলাদেশে আমরা সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করতে কাজ চালিয়ে যাচ্ছি। ধর্মের ভিত্তিতে বিভেদ ও বৈষম্যতে আমরা বিশ্বাস করি না। সকল ধর্মের মানুষ বাংলাদেশী পরিচয়ে সম অধিকার ও মর্যাদার ভিত্তিতে পরিচয়ে বিশ্বাসী। জামায়াতে ইসলামী জনগণের সহযোগিতায় দেশ পরিচালনার দায়িত্ব পেলে সকল ধর্মের মানুষের জন্য একটি নিরাপদ, বাসযোগ্য ও সম অধিকার ও মর্যাদা নিশ্চিত করবে।
২৪ সেপ্টেম্বর বুধবার বিকালে হোয়াইক্যং ইউনিয়নের হরিখোলা চাকমা সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, ‘উখিয়া-টেকনাফের মানুষের অধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। স্থানীয় দুঃখ ও দুর্দশা লাঘবে আমরা সদা তৎপর রয়েছি।’
হোয়াইক্যং ইউনিয়ন ৪ নং ওয়ার্ড সভাপতি নূরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—কক্সবাজার জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ নুরুল হোছাইন সিদ্দিকী, টেকনাফ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ, উপজেলা জামায়াতের অফিস ও অর্থ সম্পাদক মুহাম্মদ হোছাইন, হোয়াইক্যং ইউনিয়ন নায়েবে আমীর মুহাম্মদ ইয়াকুব।
উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার বাবুধন চাকমা, ক্যামেংচিং চাকমা, হরিখোলা বোদ্ধবিহারের প্রতিষ্ঠাতা পরিচালক ও বর্তমান ভান্তে ভদন্ত উ সুমনা বোধিথের, মঙ্গলময় চাকমা, মনিস্বপং চাকমা, আবুল কাশেম, মুহাম্মদ সিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।