কক্সবাজারের মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকা ও ছাত্রীদের জন্য পৃথক নামাযের স্থান ও অযুখানা নির্মাণ কাজ শুরু হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত চলমান থাকায় মাঝখানে যোহরের সময় টিফিন ব্রেক দেওয়া হয়। তবে বিদ্যালয় প্রাঙ্গণে মসজিদ থাকলেও শিক্ষিকা ও ছাত্রীদের জন্য নামাযের কোনো বিশেষ ব্যবস্থা না থাকায় অনেকেই যোহরের নামায কাযা করে আসছিলেন। এ প্রেক্ষিতে দায়িত্ব গ্রহণের পর শিক্ষিকা ও ছাত্রীদের সুবিধার্থে নামাযের স্থান ও অযুখানা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিদর্শন শেষে নিজের ফেসবুক আইডিতে ব্যারিস্টার সাফ্ফাত ফারদিন চৌধুরী বলেন, “আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই উদ্যোগ কবুল করেছেন। ইনশাআল্লাহ খুব দ্রুতই নির্মাণ কাজ সম্পন্ন হবে।”
এছাড়া বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কতৃক দক্ষিণ পাশের ভবনটির দ্বিতীয় তলা সম্প্রসারণ কাজেরও উদ্বোধন করা হয়েছে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৮৫ লক্ষ টাকা।