কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে তিনজন অপহৃতকে উদ্ধার এবং তিনজন অপহরণকারীকে আটক করা হয়েছে।
জানা যায়, গত রবিাবর (২৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কোস্টগার্ড আউটপোস্ট বাহারছড়া কর্তৃক কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অপহরণকারীদের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা তিনজন অপহৃতকে উদ্ধার করা হয়। এ সময় তিনজন অপহরণকারীকে ঘটনাস্থল থেকে আটক করে কোস্টগার্ড।
উদ্ধার হওয়া ভুক্তভোগীরা জানিয়েছেন, অপহরণকারীরা তাদের আটকে রেখে মুক্তিপণের জন্য নির্যাতন করছিল। পরে তাদের মালয়েশিয়া পাচারের পরিকল্পনাও ছিল।
আটককৃত অপহরণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে কোস্টগার্ড সূত্রে জানা গেছে।