ক্যান্সার আক্রান্ত হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর খাদেম মাওলানা এনামুল হাসান ফারুকী’র পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভাইস চেয়ারম্যান ৫ বারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ (সাবেক মন্ত্রী)।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বারিধারা মাদ্রাসায় ক্যান্সার আক্রান্ত হেফাজতে ইসলাম নেতা ও হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সাবেক আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ . এর ব্যক্তিগত সহকারী মাওলানা এনামুল হাসান ফারুকী’র পাশে দাঁড়িয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর একান্ত আস্থাভাজন সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। আজ তাঁর পক্ষ থেকে চিকিৎসা সহায়তায় নগদ অর্থ মাওলানা ফারুকী’র হাতে তুলে দেন এবং সবসময় পূর্বের ন্যায় আলেমদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ ও আলেম-ওলামাদের সঙ্গে জিয়া পরিবারের ঐতিহাসিক ও আন্তরিক সম্পর্ক রয়েছে। সেই সূত্র ধরেই আজ আমি মাওলানা এনামুল হাসান ফারুকী’র পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছি। তিনি আরো বলেন, আমরা জেনেছি সাধারণ সাধ্যমতো ভালোবাসা নিয়ে মাওলানা ফারুকী’র পাশে দাঁড়িয়েছেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ডক্টর মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, সাংবাদিক মুফতি এনায়েতুল্লাহ, লেখক মাওলানা ওয়ালী উল্লাহ আরমান এবং চিকিৎসা বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব মুফতি রেজওয়ান রফিকী, লেখক মাওলানা আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ।
উল্লেখ্য, ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার জেরে গত ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনের সময় ১৬টি মিথ্যা মামলায় মাওলানা এনামুল হাসান ফারুকী কারাভোগ করেন। তার একমাত্র অপরাধ ছিল আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ:-এর বিশ্বস্ত ছায়াসঙ্গী হওয়া। পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে ২৪ দিন রিমান্ডে অবর্ণনীয় শারীরিক ও মানসিক নির্যাতন এবং চিকিৎসাবিহীন টানা দেড় বছর কারাভোগ মাওলানা ফারুকী’র জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে উঠে।
গ্রেফতারের পর নির্যাতনের চূড়ান্ত ধকলেই হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরীর একনিষ্ঠ ব্যক্তিগত সহকারীর শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার। ইতোপূর্বে তিনি বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসকদের পাশাপাশি চেন্নাই সিএমসি হাসপাতালে প্রায় বছরখানেক চিকিৎসা নিয়েছেন। এই চিকিৎসার অংশ হিসেবে সেপ্টেম্বর মাসের শেষ দিকে তাকে চীনের গুয়াংজু হাসপাতালে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হবে। কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ অসুস্থ মাওলানা এনামুল হাসান ফারুকী’র জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।