নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়া সীমান্তে ৬৪ বিজিবির মাদক বিরোধী অভিযানে ২০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুইজন চোরাকারবারীকে আটক করা হয়েছে। শনিবার (৩০ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে বিজিবির বালুখালী বিওপি টহলদল রহমতের বিল এলাকার কাছাকাছি মিয়ানমার সীমান্ত থেকে তাদের আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন টহল কার্যক্রম জোরদার করে। ১৫৩০ ঘণ্টার দিকে মিয়ানমার থেকে দুইজন বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। পালানোর চেষ্টা করতে গেলে ২৬ বছর বয়সী মো. মামুন এবং ২৮ বছর বয়সী মো. সৈয়দুল বসরকে আটক করা হয়। তাদের কাছ থেকে মাছ রাখার ঝুড়ির মধ্যে লুঙ্গি দিয়ে প্যাঁচানো অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অতঃপর, উখিয়া ব্যাটালিয়নের পক্ষ থেকে আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। তবে আরও কোনো মাদক বা অবৈধ মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য পাচার, এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।