৩৪ বিজিবির রেজুখাল চেকপোস্টে তল্লাশি অভিযানে দুই জন আসামিসহ ২ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট আটক করা হয়েছে
আজ ৫ জুলাই ২০২৫ তারিখ দুপুর ২টা ৩৫ মিনিটে সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে রেজুখাল চেকপোস্টের তল্লাশি দল সোনারপাড়া থেকে কক্সবাজারগামী একটি অটোরিকশা তল্লাশি করে চালক ও যাত্রীর কাছ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় এই ইয়াবাগুলো উদ্ধার করে
জব্দকৃত মালামালের বিবরণ
বার্মিজ ইয়াবা ট্যাবলেট ২,০০০ পিস (মূল্য ৬,০০,০০০ টাকা)
ব্যাটারি চালিত অটোরিকশা ১টি (মূল্য ২,৮০,০০০ টাকা)
Itel বাটন ফোন ১টি (মূল্য ১,০০০ টাকা)
Geo বাটন ফোন ১টি (মূল্য ২,০০০ টাকা)
সর্বমোট জব্দকৃত মালামালের মূল্য ৮,৮৩,০০০ টাকা
আটককৃত আসামিরা
১ আয়াত উল্লাহ (২০), পিতা আব্দুল হামিদ, মাতা রশিদা বেগম, বাজার পাড়া ৮নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা, কক্সবাজার
২ মোঃ ইলিয়াছ (২২), পিতা ফরিদ আহমদ, মাতা খতিজা বেগম, নতুন পল্লান পাড়া ওয়ালীবাদ, টেকনাফ পৌরসভা, কক্সবাজার
বিজিবি জানিয়েছে আটককৃত ইয়াবাসহ আসামীদের রামু থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে