কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে প্রায় ৮১ হাজার ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৯ জুলাই ২০২৫) আনুমানিক রাত ১টা ২০ মিনিটে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ খুরেরমুখ চেকপোস্টের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে হাতিয়ারগুনা করাচিপাড়া এলাকায় অভিযান চালায়।
আটককৃত নারী মাদক কারবারির নাম মোসা. রুজিনা বেগম (৩৫)। তিনি টেকনাফের সাবরাং ইউনিয়নের হাতিয়ারগুনা গ্রামের বাসিন্দা এবং সুনা মিয়ার স্ত্রী।
অভিযানকালে সোনা মিয়ার বসতবাড়ি থেকে ৮১,৩৫৫ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়।