নিজস্ব প্রতিবেদক •
উখিয়া থেকে ড্রাম-ট্রাকযোগে ইয়াবা নিয়ে টেকনাফের দিকে যাওয়ার সময় উনচিপ্রাং এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।
বুধবার (০৯ জুলাই ২০২৫) তারিখে চালানো এ অভিযানে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মিনি ড্রাম-ট্রাক যাহার রেজিষ্ট্রেশন নং- চট্টমেট্রো: ড-১১-০৭৮৬ সহ
দুইজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা।
উখিয়া হতে একটি মিনি ড্রাম-ট্রাকযোগে দুইজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বহন করে টেকনাফের দিকে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং নির্মাণাধীন ব্রীজের উওর পার্শ্বে কক্সবাজার-টেকনাফগামী মহাসড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী শুরু করলে উল্লেখিত গাড়িটিকে থামানোর সংকেত দিলে উক্ত মিনি ড্রাম-ট্রাক গাড়িটি সন্দেহজনক ভাবে কৌশলে দ্রুত চেকপোষ্ট অতিক্রম করার চেষ্টা করলে পরে আটক করে তল্লাশী চালিয়ে
৫০ হাজার ইয়াবাসহ দুইজন মাদক কারবারী’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন ১) শফি আলম (৪২), পিতা-মৃত গুরা মিয়া, মাতা-মসুদা বেগম সাং-পশ্চিম হলদিয়া ০৬নং ওয়ার্ড, হলদিয়াপালং, উখিয়া ২) মোঃ শাহ জাহান (৩৩), পিতা-সগির শাহ, মাতা-আনোয়ারা বেগম, গ্রাম: আঞ্জমান ০৯নং ওয়ার্ড, পালংখালী,উখিয়া।
র্যাব সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ইয়াবা ও আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল র্যাবের এমন অভিযান এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আশাবাদের সঞ্চার করেছে। স্থানীয়দের দাবি, মাদক নির্মূলে নিয়মিত অভিযান আরও জোরদার করা হোক।