মরিচ্যা চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ কারবারি আটক
কক্সবাজারের রামুতে যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (১০ জুলাই) রাত ৮টা ২০ মিনিটে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়। কোটবাজার থেকে কক্সবাজারগামী একটি ইজিবাইক থামিয়ে চালককে জিজ্ঞাসাবাদ করা হয়। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা ইজিবাইকটি তল্লাশি করে।
তল্লাশির একপর্যায়ে ড্রাইভিং সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধার করা হয় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা, যার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।
আটককৃত ব্যক্তি হলেন হাসেম উল্লাহ (৩২), পিতা- মোহাম্মদ ইসমাইল, গ্রাম- দক্ষিণ পাড়া, দক্ষিণ চৌফলদন্ডী, ডাকঘর- চৌফলদন্ডী, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।