কক্সবাজারের মহেশখালীতে পুলিশের লুট হওয়া একটি বিদেশি পিস্তলসহ এক ডাকাত সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (১১ জুলাই ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে কোস্ট গার্ড স্টেশন মহেশখালীর একটি বিশেষ দল মহেশখালী থানার শাপলাপুরের জেএম ঘাট ঢালার মুখ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গহিন পাহাড়ের দিকে পালানোর চেষ্টা করে। তবে অভিযানিক দল ধাওয়া দিয়ে আব্দুল মান্নান ওরফে নুনাইয়া (৩২) নামে এক ডাকাতকে আটক করে।
তার কাছ থেকে পুলিশের লুট হওয়া একটি ৯ মি.মি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুটি তাজা গুলি উদ্ধার করা হয়। আটক মান্নান মহেশখালীর কালারমারছড়া এলাকার বাসিন্দা এবং তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
আটককৃত ডাকাত ও জব্দকৃত অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, উপকূলীয় অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম চলবে।