মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনায় নবগঠিত ট্রান্স ফোর্স বিষয়ে কক্সবাজার জেলা পুলিশের সর্বোচ্চ সংখ্যক সদস্যদের ব্রিফ প্রদান করেন পুলিশ সুপার জনাব মোঃ সাইফউদ্দীন শাহীন। বুধবার (১৭ জুলাই) জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় তিনি এই ব্রিফিং দেন।
সভায় পুলিশ সুপার মাদকবিরোধী কার্যক্রমে জেলা পুলিশের ভূমিকাসহ সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে তিনি বিগত জুন/২০২৫ মাসের অপরাধ পর্যালোচনার আলোকে জেলার সকল থানার অফিসার ইনচার্জদের আইন-শৃঙ্খলা রক্ষায় করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন।
মাসিক কল্যাণ সভায় বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা তাদের সমস্যাবলি ও প্রস্তাব উপস্থাপন করেন। পূর্বের সভায় উত্থাপিত সমস্যার অগ্রগতি পর্যালোচনা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী কর্মকর্তা ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তাদের মাঝে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার বিতরণ করা হয়।