উখিয়া থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, একটি কার্তুজ, একটি ছুরি, দুটি ধামা দা এবং একটি এসএস স্টিলের পাইপ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ এমএসএফ হাসপাতালের দক্ষিণে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের একটি ব্রীজের উপর অভিযান চালায় উখিয়া থানার এসআই সুমন কুমার দে ও সঙ্গীয় ফোর্স। অভিযানে ওই দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ ইলিয়াসের পুত্র মো. আয়াস (২১), কুতুপালং পশ্চিম পাড়ার জালাল আহমেদের পুত্র কফিল উদ্দিন (২৮)।
উখিয়া থানা সূত্র জানায়, আটককৃতদের বিরুদ্ধে উখিয়া থানায় একটি মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।