বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজারের কৃতী সন্তান সালাহউদ্দিন আহমদকে ‘নব্য গডফাদার’ বলে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
নাসীর বলেন, “প্রিয় কক্সবাজারবাসী, আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার ছিলেন শামীম ওসমান। এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছেন। ঘের দখল, জমি দখল, চাঁদাবাজি করছেন। তিনি সংস্কার বুঝেন না, পিআর বুঝেন না — এমন গডফাদারতন্ত্র কক্সবাজারবাসী রাজপথেই রুখে দেবে ইনশাআল্লাহ।”
সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “জুলাই মাসের মধ্যেই জুলাই ঘোষণাপত্র হতে হবে। সংস্কার কে বোঝে, কে বোঝে না, সেই অজুহাতে দাবি আটকে থাকবে না। ৩ আগস্ট শহীদ মিনারে জমায়েত হয়ে আমরা জুলাই সনদ আদায় করবোই।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, ও যুগ্ম সচিব এসএম সুজাউদ্দিন।
এদিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর এই বক্তব্যে কক্সবাজার জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিবাদ জানিয়েছে। অনেকে এটিকে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত, কুরুচিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত অপবাদ হিসেবে অভিহিত করেছেন।
প্রতিবাদের অংশ হিসেবে কক্সবাজারের চকরিয়ায় বিএনপি তাৎক্ষণিকভাবে সড়কে বিক্ষোভ করেছে। পাশাপাশি জেলার অন্যান্য উপজেলায়ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।
বিএনপি নেতারা বলেছেন, “জাতীয় নেতা সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে এমন অপমানজনক মন্তব্য কেবলমাত্র রাজনৈতিক ঈর্ষা ও অপকৌশলেরই বহিঃপ্রকাশ।