কক্সবাজার জেলা বিএনপি’র নির্মিতব্য অত্যাধুনিক নয়তলা ভবনের জন্য আনুষ্ঠানিকভাবে ভূমি ব্যবহার ছাড়পত্র হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই), কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউকে) এর নগর উপ-পরিকল্পনাবিদ তানভীর হাসান রেজাউল এই ছাড়পত্র জেলা বিএনপি নেতাদের হাতে তুলে দেন।
এই উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কক্সবাজার জেলা বিএনপি’র রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য একটি আধুনিক ও স্থায়ী অবকাঠামো নির্মাণের পথ সুগম হয়েছে বলে মনে করছেন স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় জেলা বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা কউকে’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেলা বিএনপি সূত্রে জানা যায়, ভবনটিতে থাকবে পার্টি অফিস, সভাকক্ষ, গণমাধ্যম কক্ষ, গবেষণা সেল, অতিথি কক্ষসহ নানা আধুনিক সুযোগ-সুবিধা।