কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকায় র্যাব-১৫ এর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় দুই মাদক কারবারিকে আটক করা হয়।
মঙ্গলবার (২৩ জুলাই ২০২৫) সকালে র্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে হাবিরছড়ার এক বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে ইয়াসিনের টিনশেড বসতঘর থেকে ১,৩০,০০০ (এক লক্ষ ত্রিশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং মোঃ ইয়াসিন (২৫) ও কেফায়েত উল্লাহ (২৪) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় হাবিরছড়া এলাকার ইসমাইলের বাড়িতে একটি বড় ইয়াবা চালান প্রেরণের প্রস্তুতি চলছিল। তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা জব্দসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়। এসময় অভিযুক্তদের সহযোগী দেলোয়ার হোসেন (২৮) পালিয়ে যায়।
আটককৃতরা হলেন— টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়ার ইসমাইলের পুত্র মোঃ ইয়াসিন (২৫) ও একই এলাকার মো.ইসলামের পুত্র কেফায়েত উল্লাহ (২৪)।
র্যাব জানায়, অভিযানের সময় উপস্থিত সাক্ষীদের সামনে জব্দকৃত ইয়াবা তালিকা প্রস্তুত করা হয় এবং ধৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।