‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হলদিয়াপালং ইউনিয়নের কুলালপাড়া কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে দিনব্যাপী এক ব্যতিক্রমী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এ চিকিৎসা সেবা কার্যক্রম। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। পাশাপাশি পুষ্টি উপকরণ বিতরণ ও রক্তের গ্রুপ নির্ণয়ের মতো গুরুত্বপূর্ণ সেবাও প্রদান করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়নে অংশ নেয় বিভিন্ন উন্নয়ন সংস্থা এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘উখিয়া ব্লাড ডোনেশন ইউনিট’। ক্যাম্পে আগত রোগীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও পরামর্শ সেবা প্রদান করে সংগঠনটি।
চিকিৎসা নিতে আসা কুলালপাড়া এলাকার নছিয়া খাতুন বলেন,”আমি অনেকদিন ধরে অসুস্থ। কিন্তু চিকিৎসা নিতে পারছিলাম না। আজ এখানে এসে চিকিৎসা ও ওষুধ দুইটাই পেয়েছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।”
একই এলাকার আলী আহমদ বলেন,”এ ধরনের সেবা আমাদের মতো গরীব মানুষের জন্য অনেক বড় আশীর্বাদ। নিয়মিত এমন ক্যাম্প হলে আরও উপকারে আসবে।”
চিকিৎসকরা জানিয়েছেন,” সেবা নিতে আসা অধিকাংশ রোগী জ্বর ও সর্দিকাশিতে আক্রান্ত। যারা অতিরিক্ত সমস্যায় ভুগছে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সেবার পরামর্শ প্রদান করা হয়েছে।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাসরিন জেবিন বলেন,”জুলাই পুনর্জাগরণ উপলক্ষে আয়োজিত এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। রক্তের গ্রুপ নির্ণয়সহ ওষুধ বিতরণ ও পুষ্টি সচেতনতা কার্যক্রমও পরিচালনা করা হয়েছে। এ আয়োজনে যারা সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।” এসময় উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলম, স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক সাবিনা সহ উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহলের দাবি,”এ ধরনের মানবিক স্বাস্থ্যসেবা নিয়মিত চালু রাখা হলে উপকৃত হবেন হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী।”
উল্লেখ্য, ‘জুলাই পুনর্জাগরণ’ কর্মসূচির আওতায় উখিয়ার বিভিন্ন স্থানে আরও কিছু সেবা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।