বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘আমরা সব সময় একই কথা বলি পিআর পদ্ধতি নয়, আমরা চাই প্রচলিত পদ্ধতি। যেখানে এলাকাভিত্তিক মানুষ ভোট দিয়ে নিজ এলাকার প্রতিনিধি নির্বাচন করে। যারা নিয়মের ব্যত্যয়ের কথা বলছেন, তারা মূলত নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছেন।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের টাঙ্গাইল’ এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেস তিনি এসব কথা বলেন।
ছাত্রদল ও যুবদলের প্রাক্তন সভাপতি টুকু বলেন, সবাই পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন চায় না। এ নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা হচ্ছে। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ জয় পেলেও পাকিস্তান শেষ ম্যাচে বেশি রান করেছে এবং রানের যোগফলে এগিয়ে ছিল। তাই বলে কি সিরিজ পাকিস্তান জিতেছে? যেমন কেউ কেউ বলেন, ‘ভোট দিলাম সন্দীপে, এমপি পেলাম মালদ্বীপে।
’ অর্থাৎ, আপনি ভোট দেবেন টাঙ্গাইলে, কিন্তু প্রতিনিধি হবেন নোয়াখালী থেকে এটা কখনোই গ্রহণযোগ্য নয়। টাঙ্গাইলের মানুষের প্রতিনিধি হতে হলে তাকেই টাঙ্গাইলের হতে হবে।
তিনি আনো বলেন, ‘এই দেশের মানুষ ভোট দিতে চায়। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে জনগণ ভোট দিতে পারেনি।
জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করেছি। আমরা বলি না যে আমরা ক্ষমতায় যাব, আমরা বলি মানুষের ভোটাধিকার ফেরত দিতে চাই। এই দেশের মালিক জনগণ, তারাই সিদ্ধান্ত নেবে দেশ কে চালাবে।
আমাদের টাঙ্গাইলের আহ্বায়ক সাংবাদিক মির্জা শাকিলের সভাপতিত্ব অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোহাম্মদ জুলফিকার আলী, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, বুয়েটের ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় প্রথম স্থান অর্জনকারী মেফতাউল আলম সিয়াম ও মেডিক্যাল ভর্তি পরীক্ষায় প্রথম তানজিম মুনতাকা সর্বা প্রমুখ।