1. admin1@shimantoshohor.com : নিজস্ব প্রতিবেদক: : নিজস্ব প্রতিবেদক:
  2. nrakash261@gmail.com : সীমান্ত শহর ডেস্ক: : NR Akash
  3. admin@shimantoshohor.com : প্রকাশক : সীমান্ত শহর ডেস্ক: Islam
  4. alamcox808@gmail.com : বিশেষ প্রতিবেদক : Badioul Alam বিশেষ প্রতিবেদক
শিরোনামঃ
মধ্যরাতে আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দেশীয় অস্ত্রসহ আটক ১৮ ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী রামুতে উপজেলা প্রশাসন কর্তৃক জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত নেত্রকোণায় ইউএনওর লাঠি হাতে কিশোরকে পেটানোর ভিডিও ভাইরাল পেকুয়ায় আ’লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার রামুতে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু বাঁশখালীতে ফিশিং বোটে নিষিদ্ধ ট্রলিং সরঞ্জাম স্থাপনের মূলহোতা ভারতীয় নাগরিক আটক উখিয়ায় এনজিও কর্মকর্তার নেতৃত্বে শিক্ষকের ওপর হামলা, থানায় অভিযোগ এক ভাইভা নিয়ে এনটিআরসিএর ২০ কর্মকর্তার আয় দেড় কোটি টাকা চাঁদা দাবি করা সেই এনসিপি নেতা নিজামকে বহিষ্কার

টেকনাফে জামায়াতের বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

✍️ প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৩১ বার পঠিত

টেকনাফে ২৪ এর গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (০১ আগস্ট) বিকাল ৩টায় টেকনাফ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে শুরু হওয়া এই মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্টেশনে এসে এক সমাবেশে মিলিত হয়।

 

মিছিলে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।

 

মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী বলেন, “আজ উখিয়া-টেকনাফসহ সারাদেশে জামায়াতের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ার ঠেকানোর শক্তি কারো নেই। ২৪ এর লাল জুলাই আমাদের শিক্ষা দিয়েছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়াতে হবে।”

তিনি আরও বলেন, “টেকনাফের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে থাকবে না ফ্যাসিবাদ, চাঁদাবাজি ও দুর্নীতি। আমরা এমন একটি উখিয়া-টেকনাফ গড়তে চাই, যেখানে কেউ বেকার থাকবে না, সবাই নিরাপদে বসবাস করতে পারবে।”

 

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারী জাহেদুল ইসলাম, সমাজকল্যাণ সেক্রেটারী অধ্যক্ষ নুরুল হোসাইন ছিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল্লাহ, জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহিম নুরী, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা ফোরকান আহমদ, এসিস্ট্যান্ট সেক্রেটারী সরওয়ার কামাল সিকদার, সাংগঠনিক সেক্রেটারী মাওলানা মুহাম্মদ ইবরাহিম, পৌর জামায়াতের সভাপতি মু. রবিউল আলম, সহসভাপতি মোহাম্মদ ইসমাইল, ছাত্রশিবির সভাপতি তারেক রহমান, এডভোকেট আব্দুল আমিন, শহিদুল ইসলাম প্রমুখ।

 

এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা গিয়াস উদ্দীন, শাহ মুহাম্মদ জুবাইর, মাওলানা মোস্তাক আহমদ, মুহাম্মদ হোসাইন, মাওলানা মুহাম্মদ ইসলাম, জায়নত উল্লাহ, মাওলানা নাছির উদ্দীন, মোস্তাফা জামান মানিক, মাওলানা মুহাম্মদ ইবরাহিম (হ্নীলা), মোহাম্মদ শাহ আলম (হোয়াইক্যং), সাইফুল ইসলাম (বাহারছড়া), আনোয়ার হোসেন বাপ্পী (সাবরাং) ও সাবেক পৌর কাউন্সিলর মনিরুজ্জামান।

সমাবেশ শেষে নেতারা শান্তিপূর্ণভাবে মিছিল সমাপ্তি ঘোষণা করেন।

 

স্থানীয়দের মতে, এটি স্মরণকালের অন্যতম বৃহৎ গণমিছিলে পরিণত হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com