মানবতার কল্যাণে শিক্ষার্থীদের জন্য কাজ করার লক্ষ্যে প্রতিষ্ঠিত ফ্রি শিক্ষা সহায়তা ফাউন্ডেশন, কক্সবাজার-এর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুহাম্মদ তারিকুল ইসলাম নুরী।
আগামী পূর্ণাঙ্গ প্যানেল গঠিত না হওয়া পর্যন্ত নবমনোনিত চেয়ারম্যান হিসেবে তিনি এই দায়িত্ব পালন করবেন।
ফাউন্ডেশনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, তাঁর নেতৃত্বে শিক্ষার্থীদের জন্য গৃহীত উদ্যোগ আরও গতিশীল ও কার্যকর হবে।
শিক্ষা সহায়তা, মানবিক উন্নয়ন এবং সমাজকল্যাণে ভূমিকা রাখাই এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন তারা।