1. admin1@shimantoshohor.com : নিজস্ব প্রতিবেদক: : নিজস্ব প্রতিবেদক:
  2. nrakash261@gmail.com : সীমান্ত শহর ডেস্ক: : NR Akash
  3. admin@shimantoshohor.com : প্রকাশক : সীমান্ত শহর ডেস্ক: Islam
  4. alamcox808@gmail.com : বিশেষ প্রতিবেদক : Badioul Alam বিশেষ প্রতিবেদক

উখিয়ায় ১০০ পরিবারের মাঝে ছাতা বিতরণ করল আল ইক্বরা ফাউন্ডেশন বাংলাদেশ

✍️ প্রতিবেদক: সীমান্ত শহর ডেস্ক:

  • আপডেট সময়ঃ শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ২৬ বার পঠিত

ঐতিহ্যবাহী মানবিক সংগঠন আল ইক্বরা ফাউন্ডেশন বাংলাদেশ উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া গ্রামে শতাধিক পরিবারের মাঝে উন্নতমানের ছাতা বিতরণ করেছে।

শুক্রবার সকাল ১০টায় আবছার বাপের পাড়ায় অনুষ্ঠিত এ ছাতা বিতরণ কর্মসূচির সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাংবাদিক আব্দুল্লাহ আল যোবাইর এবং সঞ্চালনা করেন প্রকল্প পরিচালক মাওলানা গাজী আরফাত হোসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা জামায়াতের আমির, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মাওলানা আবুল ফজল। তিনি বলেন, “আল ইক্বরা ফাউন্ডেশন প্রায় এক যুগ ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে আসছে।

ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায় মানুষের জন্য কাজ করাই তাদের লক্ষ্য। এই মহৎ উদ্যোগের জন্য ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই।”
নির্বাহী পরিচালক জানান, কর্মসূচির সমস্ত ছাতা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা মুহাম্মদ তারেকুল ইসলাম নূরী নিজস্ব অর্থায়নে সরবরাহ করেছেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রত্নাপালং ইউনিয়ন জামায়াতের সমাজসেবা সম্পাদক মাওলানা নুরুল আলম, যুব বিভাগের দায়িত্বশীল ও ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সদস্য যুবনেতা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, শিক্ষাবিদ মাওলানা নুরুল আজিম, জামায়াত নেতা নুরুল আবছার, শিক্ষাবিদ মাওলানা আব্দুল গনি, জামায়াত নেতা মুহাম্মদ ইসলাম, নির্বাহী সদস্য যুবনেতা মুহাম্মদ ইউনূস, যুবনেতা সাইফুল ইসলাম সোহেল, উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রায়হান, সদস্য রিয়াদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে অতিথিরা ফাউন্ডেশন ও এর চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ফাউন্ডেশনের সফলতা কামনা করেন। সমাপনী বক্তব্যে নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল যোবাইর সকলের সহযোগিতা কামনা করে দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com