পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশের সর্ববৃহত্তম স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন টেকনাফে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে। শনিবার সকাল ৯টায় টেকনাফ বাস টার্মিনাল এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শেখ এহসান উদ্দিন। তিনি স্বেচ্ছাসেবীদের উদ্যোগকে অভিনন্দন জানিয়ে বলেন-“বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান তরুণ সমাজকে সচেতনতার নতুন দৃষ্টান্ত উপহার দিয়েছে। প্রশাসন সবসময় এমন ইতিবাচক উদ্যোগের সঙ্গে আছে।”
অভিযানে সার্বিক তত্ত্বাবধান করেন জেলা সমন্বয়ক সৈয়দ করিম। তিনি বলেন-
“বিডি ক্লিন শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি একটি আন্দোলন। পরিচ্ছন্নতা শুধু সৌন্দর্যের জন্য নয়, এটি আমাদের স্বাস্থ্য, সংস্কৃতি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপরিহার্য। টেকনাফ থেকে উখিয়া, পুরো কক্সবাজার জেলায় আমরা পরিচ্ছন্নতার এই বার্তা ছড়িয়ে দিতে চাই। তরুণ সমাজ যদি একসাথে এগিয়ে আসে, তবে খুব অল্প সময়েই আমরা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে পারব।”
এ অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ টিম লিডার রাফি আনোয়ার। তিনি বলেন-আমাদের লক্ষ্য শুধু একটি দিনের অভিযান নয়; ধারাবাহিকভাবে টেকনাফকে পরিচ্ছন্ন রাখা। স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে আমরা দীর্ঘমেয়াদি কাজ করতে চাই।”
এবারের অভিযানে টেকনাফ টিমের পাশাপাশি অংশগ্রহণ করে উখিয়া টিম ও জেলা টিমের স্বেচ্ছাসেবীরা।
তাদের সম্মিলিত প্রচেষ্টায় বাস টার্মিনাল এলাকা একেবারে নতুন রূপে সেজে ওঠে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিডি ক্লিনের এই অভিযানের ফলে বাস টার্মিনাল এলাকার পরিবেশ দৃশ্যত বদলে গেছে। এতে পথচারী ও যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
বাংলাদেশজুড়ে ৫০ হাজারেরও বেশি সদস্য নিয়ে বিডি ক্লিন যে পরিচ্ছন্নতার আন্দোলন চালাচ্ছে, টেকনাফে এর এ যাত্রা নিঃসন্দেহে নতুন অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন সচেতন মহল।