কক্সবাজারের টেকনাফে সন্ত্রাসীদের এলোপাতাড়ি দায়ের কোপে নিহত হয়েছেন বিএনপি নেতা এমদাদ হোসেন (৩৫)।
তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ছিলেন ও একই ওয়ার্ডের বাসিন্দা মৃত আলী হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকার দিবাগত রাত ১২টায় বাড়ি যাওয়ার পথে এমদাদ হোসেনকে সন্ত্রাসীরা এলোপাতাড়ি দায়ের কোপে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ততক্ষণে সন্ত্রাসীরা পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কে বা কারা জড়িত খুঁজে বের করতে পুলিশের তদন্ত করছে।