রূপগঞ্জে হাজার হাজার নারী-বৃদ্ধা-তরুণীদের নিয়ে উঠান বৈঠক করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া। এসময় টানা দুই ঘণ্টাব্যাপী চলে প্রশ্নোত্তর পর্ব।
এ সময় নারীরা গ্যাস, পানি, জলাবদ্ধতা, বয়স্কভাতা, বেকারত্ব সমস্যাসহ নানা বিষয় তুলে ধরেন। সঙ্গে সঙ্গে এসব প্রশ্নের উত্তর দেন দিপু ভূইয়া।
সমাধানের প্রতিশ্রুতিও দেন।
‘নারী শক্তি, গণতন্ত্রের অগ্রগতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে তারেক জিয়ার ৩১ দফা রাষ্ট্রীয় কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে নারীদের উন্নয়ন বাস্তবায়নে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে হাটাবো পারটেক্স সুগার মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে মুস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া বলেন, গত ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার সন্ত্রাসী কায়েম করেছে। গাজীর যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা টাকা নিয়ে গ্যাস দেয়নি।
আমার রূপগঞ্জের মা-বোনেরা কষ্ট করেছে। বিএনপি ক্ষমতায় এলে সবার আগে রূপগঞ্জে গ্যাস দেওয়ার চেষ্টা করবো।
দিপু বলেন, এবার বিএনপি ক্ষমতায় গেলে রূপগঞ্জের প্রতিটি এলাকার অবৈধ গ্যাস বৈধ করা হবে। জলাবদ্ধতা নিরসনে অচিরেই কাজ শুরু করা হবে।
হেনা বেগমের প্রশ্নের জবাবে দিপু ভুঁইয়া বলেন, রূপগঞ্জে বিগত সরকারের আমলে অবৈধভাবে দখলে রাখা সব জমি উদ্ধার করা হবে। আগামীতে আওয়ামী দোসরমুক্ত দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, ভুলতায় একটি সরকারি হাসপাতাল করে দেব—ইনশাআল্লাহ। শিক্ষা ব্যবস্থার অবস্থা খুব খারাপ। খুনী গাজী ও তার লোকজন রূপগঞ্জকে সন্ত্রাসী নগরীতে পরিণত করেছে।
রূপগঞ্জে লুটেপুটে খেয়ে অবৈধ সম্পদের পাহাড় গড়েছে। অথচ বঞ্চিত ছিল আমার রূপগঞ্জের মা-বোনেরা।
অনুষ্ঠান সঞ্চলনা করেন শম্পা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন দেওয়ান, রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা কামাল হোসেন, আরিফুজ্জামান ইমন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ সহ আরো অনেকে।