কক্সবাজারের টেকনাফে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে টেকনাফ পৌরসভার বাসস্টেশনে উপজেলা বিএনপির উদ্যোগে এ আয়োজন হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিএনপি গণমানুষের দল। জনগণের অধিকার আদায়ের সংগ্রামেই বিএনপির জন্ম। ফ্যাসিস্ট হাসিনা বিগত ১৬ বছর ধরে দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। সেই ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপি রাজপথে আন্দোলন করে যাচ্ছে। গণঅভ্যুত্থানে প্রমাণিত হয়েছে, ফ্যাসিবাদের সময় শেষ।’
তিনি আরও বলেন, ‘ওসি প্রদীপকে দিয়ে ফ্যাসিস্ট হাসিনা টেকনাফকে বধ্যভূমিতে পরিণত করেছে। হত্যা আর নিপীড়নের রাজত্ব কায়েম করেছে। কিন্তু আল্লাহর রহমতে আজ সেই শাসনের অবসান হয়েছে।’
টেকনাফের উন্নয়নের কথা স্মরণ করিয়ে তিনি বলেন,
‘বিদ্যুৎ, টেলিফোন, কলেজ, রাস্তাঘাট সবই বিএনপির আমলে হয়েছে। বৈধ ব্যবসার জন্য টেকনাফ বন্দরের সূচনা করেছিল বিএনপি। অথচ সেই বন্দর এখন বন্ধ। ভারত বা কোনো ভিনদেশি শক্তির নয়—এই দেশের মানুষের কল্যাণেই কাজ করবে বিএনপি।’
শাহজাহান চৌধুরী আগামী নির্বাচন প্রসঙ্গে বলেন, ‘সঠিক সময়ে নির্বাচন না হলে আন্দোলন ছাড়া বিকল্প থাকবে না। জনগণের সরকারই দেশ পরিচালনা করবে—এটাই বিএনপির লক্ষ্য।’
তিনি আগামীতে টেকনাফ পৌরসভায় একটি ওভারব্রিজ নির্মাণ এবং শ্রেষ্ঠ পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।
সভায় সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান ছিদ্দিকী।
সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসেন বাবলু।
সভায় আরও বক্তব্য রাখেন: আবদুর রাজ্জাক মেম্বার (পৌর বিএনপি সভাপতি), সেলিমুল মোস্তাফা (উপজেলা সাংগঠনিক সম্পাদক), মোহাম্মদ আলী চেয়ারম্যান (সিনিয়র যুগ্ম সম্পাদক), এম ওসমান গনি, আব্দুল্লাহ, শাহ আলম, জাহিদুল ইসলাম মাহমুদ (জেলা যুবদল), মো. কাইয়ুম (উপজেলা যুবদল), হাফেজ এনামুল হাসান, আব্দুস সালাম, মো. ইসমাইল, নুরুল আমিন চৌধুরী, মো. ইসমাইল মেম্বার, সৈয়দ হোসেন মেম্বার, সাবের আহমদ, মো. হাশেম ভুলু, আলি আহমদ মেম্বার, আবসার কামাল নোবেল, হাজী ফেরদৌস আহমদ, আব্দুল গফুর, আব্দু শুক্কুর, অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী, হারুন রশিদ, হোছাইন মো. আনিম, জালাল উদ্দিন, ফায়সাল আমিন দুর্জয়, তৌহিদ, আব্দুল্লাহ আল নোমান, তারেক আহমেদ সাগর ও আতাউল্লাহ প্রমুখ।
সভা শুরুর আগে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুনসহ নানা শ্লোগানে অংশ নেন।