পটুয়াখালীর বাউফলে ইসলামী আন্দোলনের বিজয় মিছিলে নেতৃত্ব দেওয়ার পরদিনই গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগের সাবেক নেতা এসএম ইউসুফ (৬৫)। তিনি কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।
বুধবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে পৌর শহরের গোলাবাড়ি এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে বাউফল থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘জুলাই বিপ্লব দিবস’ উপলক্ষে বাউফলে অনুষ্ঠিত একটি গণমিছিলে অংশ নেন এসএম ইউসুফ। তিনি মিছিলের অগ্রভাগে ছিলেন এবং কার্যত নেতৃত্বও দেন বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। তার এ অংশগ্রহণে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়েছে। এতদিন তিনি পলাতক ছিলেন।