কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে এক বিকল্পধারার নেতৃত্ব প্রতিষ্ঠার প্রত্যয়ে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করছেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি, চব্বিশের জুলাই বিপ্লবের অন্যতম অগ্রনায়ক হাফেজ মাওলানা মুফতি নুরুল বশর আজিজী।
জনগণের প্রত্যাশা ও অধিকার আদায়ের এক দৃঢ় সংকল্পে, সামাজিক ন্যায়বিচার ও ইসলামি মূল্যবোধভিত্তিক রাজনীতিকে এগিয়ে নিতে দীর্ঘদিন যাবত যিনি সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বে ছিলেন, এবার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উখিয়া-টেকনাফের মাঠে নেমেছেন জনপ্রত্যাশার প্রতীক হয়ে।
সম্প্রতি তিনি স্থানীয় জনসাধারণ, পীর-মাশায়েখ, আলেম-ওলামা, তরুণ সমাজ ও সর্বস্তরের মানুষের কাছে আন্তরিক দোয়া ও সমর্থন কামনা করেছেন। তিনি বলেন,
“এই জনপদ বহুদিন অবহেলিত। সীমান্তবর্তী এই অঞ্চলে মাদক, মানবপাচার ও অব্যবস্থাপনার অভিশাপে সাধারণ মানুষ কষ্টে আছে। আমি জনগণের ভালোবাসা ও দোয়ার শক্তিকে সঙ্গে নিয়ে একটি আদর্শিক, নৈতিক ও কল্যাণমুখী পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।”
উল্লেখ্য, চব্বিশের জুলাই বিপ্লবে অগ্রণী ভূমিকা রাখা নুরুল বশর আজিজী ইতিমধ্যে তরুণদের মাঝে আদর্শবান নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছেন। তাঁর সুদৃঢ় নৈতিকতা, সাংগঠনিক দক্ষতা ও আপোষহীন রাজনৈতিক দর্শন নতুন প্রজন্মের মাঝে আশার আলো জাগিয়েছে।
ইতিমধ্যে নির্বাচনী এলাকা জুড়ে গণসংযোগ, মতবিনিময় ও ইসলামী আন্দোলনের বার্তা ছড়িয়ে দিতে ব্যস্ত সময় পার করছেন তিনি ও তাঁর সহযোগী দল। তরুণদের পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও তাঁর গ্রহণযোগ্যতা দৃশ্যমানভাবে বাড়ছে।
জনগণের দোয়া,ভালোবাসা ও সমর্থনে মুফতি নুরুল বশর আজিজী আশাবাদ ব্যক্ত করেছেন,
“সত্য ও আদর্শের পক্ষে জনগণ একদিন জাগবেই, আর সেই জাগরণেই হবে হাতপাখার বিজয়।”