1. admin1@shimantoshohor.com : নিজস্ব প্রতিবেদক: : নিজস্ব প্রতিবেদক:
  2. nrakash261@gmail.com : সীমান্ত শহর ডেস্ক: : NR Akash
  3. admin@shimantoshohor.com : প্রকাশক : সীমান্ত শহর ডেস্ক: Islam
  4. alamcox808@gmail.com : বিশেষ প্রতিবেদক : Badioul Alam বিশেষ প্রতিবেদক
শিরোনামঃ
মধ্যরাতে আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দেশীয় অস্ত্রসহ আটক ১৮ ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী রামুতে উপজেলা প্রশাসন কর্তৃক জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত নেত্রকোণায় ইউএনওর লাঠি হাতে কিশোরকে পেটানোর ভিডিও ভাইরাল পেকুয়ায় আ’লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার রামুতে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু বাঁশখালীতে ফিশিং বোটে নিষিদ্ধ ট্রলিং সরঞ্জাম স্থাপনের মূলহোতা ভারতীয় নাগরিক আটক উখিয়ায় এনজিও কর্মকর্তার নেতৃত্বে শিক্ষকের ওপর হামলা, থানায় অভিযোগ এক ভাইভা নিয়ে এনটিআরসিএর ২০ কর্মকর্তার আয় দেড় কোটি টাকা চাঁদা দাবি করা সেই এনসিপি নেতা নিজামকে বহিষ্কার

জাগপার ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি বাড্ডায় আটকে দিলো পুলিশ

✍️ প্রতিবেদক: সীমান্ত শহর ডেস্ক:

  • আপডেট সময়ঃ বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২৮ বার পঠিত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালানো শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর দাবিতে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি রাজধানীর বাড্ডায় আটকে দিয়েছে পুলিশ। পরে সেখানেই রাস্তা আটকে সংক্ষিপ্ত সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা।

বুধবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত প্রায় ৪৫ মিনিট গুলশান-বাড্ডা লিংক রোড আটকে বিক্ষোভ-সমাবেশ করেন তারা। এতে রামপুরা থেকে কুড়িল অভিমুখী সড়ক এবং গুলশান ও হাতিরঝিল থেকে বিমানবন্দর অভিমুখী সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

সমাবেশে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, হাজারও শহীদের পরিবার, লক্ষাধিক জুলাইযোদ্ধা, বাংলাদেশের আপামর মানুষ, যে স্বৈরাচার-খুনির বিচার ও ফাঁসি দেখার জন্য অপেক্ষায় রয়েছে; সেই স্বৈরাচার-খুনি শেখ হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় ভারত এক বছর ধরে আশ্রয় দিয়ে রেখেছে। এ আশ্রয়-প্রশ্রয় চলবে না। আমরা ভারতীয় দূতাবাসের মাধ্যমে দিল্লি সরকারকে জানিয়ে দিতে চাই যে, খুনি হাসিনাকে ফেরত দিতে হবে।

তিনি আরও বলেন, ভারতকে অবশ্যই বাংলাদেশের সীমান্তে মানুষ হত্যা বন্ধ করতে হবে। অবৈধ পুশইন বন্ধ করতে হবে। স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের যেসব ভূখণ্ড দখলে নিয়েছেন, তা অবিলম্বে ভারতকে ফেরত দিতে হবে।

এর আগে সকাল সোয়া ১০টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন জাগপা নেতাকর্মীরা। বেলা সাড়ে ১১টার দিকে মিছিলটি গুলশান-বাড্ডা লিংক রোডে পৌঁছালে সেখানে তাদের আটকে দেয় পুলিশ। এসময় জাগপা নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা হয়।

পরে জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান গুলশান-বাড্ডা লিংক রোড মোড়ে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেন। সমাবেশে তিনি বক্তব্য রাখার পর কর্মসূচি স্থগিত করেন। তবে দ্রুত ভারতীয় দূতাবাস শেখ হাসিনাকে দেশে ফেরতের ব্যবস্থা না নিলে পুলিশি বাধা উতরে ভারতীয় দূতাবাস ঘেরাও করার হুঁশিয়ারি দেন।
এদিকে, জাগপা নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করায় রামপুরা-কুড়িল এবং গুলশান-১ ও হাতিরঝিল থেকে বিমানবন্দরমুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

তবে পুলিশের অনুরোধে সোয়া ১২টার দিকে রাস্তা ছেড়ে দেন জাগপা নেতাকর্মীরা। এরপর শুরু হয় যান চলাচল। তবে ধীরে ধীরে এগোচ্ছে গাড়ি। পুলিশ সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে বলে জানিয়েছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

ওসি জানান, সমাবেশ শেষে জাগপার লোকজন রাস্তা ছেড়ে দিয়েছে। এখন স্বাভাবিকভাবে যান চলাচল করছে। আধাঘণ্টার মতো সময় রাস্তা বন্ধ থাকায় কিছুটা ধীরগতি আছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com