উখিয়ার পালংখালী ইউনিয়নের তেলখোলা ও মুছারখোলা এলাকায় বৌদ্ধ-চাকমা সম্প্রদায়সহ স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেছেন সাবেক সাংসদ ও হুইপ, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
আজ ২৭ সেপ্টেম্বর শনিবার, তিনি পরিদর্শন ও মতবিনিময় করেন।
এ সময় তিনি তেলখোলা বেনুবন বৌদ্ধ বিহার পরিদর্শন করেন এবং বিহারের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রমে সহায়তার জন্য নগদ অর্থ প্রদান করেন। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও চাহিদা সম্পর্কেও অবহিত হন।
স্থানীয়রা জানান, বিহারের কার্যক্রম সমৃদ্ধ করতে এবং সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য বজায় রাখতে এ ধরনের সহযোগিতা গুরুত্বপূর্ণ। এছাড়া, বৌদ্ধ সম্প্রদায়ের সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান সমূহে সমর্থন বাড়াতে এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।
শাহজাহান চৌধুরী বলেন, “স্থানীয়দের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করা এবং তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করা আমাদের দায়িত্ব। আমি আশা করি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ চালু থাকবে।”