টিএসসিতে যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শন করে ইসলামী ছাত্রশিবির মহান মুক্তিযুদ্ধের লড়াইয়ের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিকে কলঙ্কিত করেছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
মঙ্গলবার (৫ আগস্ট) রাতে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরমানুল হক ও সম্পাদক সাকিবুর রনি এক যৌথ বিবৃতিতে এ মন্তব্য করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ‘৫২ ভাষা আন্দোলন, ‘৬৯ গণঅভ্যুত্থান, ‘৭১ মুক্তিযুদ্ধ, ‘৯০ অভ্যুত্থান ও জুলাই অভ্যুত্থানসহ অসংখ্য গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার। আমাদের মহান মুক্তিযুদ্ধ যার মাধ্যমে স্বাধীন-সার্বভৌম একটি রাষ্ট্র বাংলাদেশের জন্ম হয়েছে। জাতীয় মুক্তির সংগ্রামের সে পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। হাজারো শহীদের রক্তে ভেঁজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র সেই ভূমিতে ‘৭১ গণহত্যার সাথে যুক্ত নিজামী-মুজাহিদ-কাদের মোল্লার ছবি প্রদর্শনের মাধ্যমে গণহত্যার অপরাধকে যেমন তারা স্বাভাবিকীকরণের চেষ্টা করছে একইসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র ভূমিকে কলঙ্কিত করেছে ইসলামী ছাত্রশিবির।
এতে আরও বলা হয়, আমরা ইসলামী ছাত্রশিবিরের এই জঘণ্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে মহান মুক্তিযুদ্ধকে হেয় করার যে ঘৃণ্য প্রচেষ্টা তার অনুমোদন দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনও জঘণ্য অপরাধ করেছে। আমরা অবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উক্ত পোগ্রাম থেকে যুদ্ধাপরাধীদের ছবি সরিয়ে ফেলতে উদ্যোগ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাই।