তাহরিকে খতমে নবুওয়াত বাংলাদেশের আমীর ড. মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী পীর জৈনপুরী সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থাকে ইসলামী শরিয়াত-পরিপন্থী বলে মন্তব্য করে এর কঠোর সমালোচনা করেন।
তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, আজকে তথাকথিত রাজনীতিবিদদের মত আমার দেশের অনেক আলেম-ওলামা বা ডানপন্থী রাজনীতিবিদরাও ইসলামের আদর্শ বাদ দিয়ে এখন পশ্চিমা আদর্শ ধরছে। ওনাদের অনেকে আর ইসলামী রাষ্ট্র চায় না। কল্যাণ রাষ্ট্র চায়।
ড. এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, শরিয়তের কঠিন নির্দেশ হচ্ছে, নেতা কে আপনার তাকে চিনতে হবে। কোন চোর-ডাকাত, শয়তান, লম্পট, শেরেকবাদী, কুফরবাদী, মুনাফেক, দুর্নীতিবাজ, জনগণের সম্পদ লুণ্ঠনকারী এইরকম বেনামাজি, সুদখোর, ফাসেক-ফাজের মুসলমান নেতা হতে পারে না। কিন্তু আপনি যদি পিআর পদ্ধতিতে যান তা আপনার নেতা যে কে হবে? আপনার কিসমতে যে কোন পোড়া কপালওয়ালা আছে এটা আপনি বুঝবেন কেমনে? এটা অনেকটা জুয়া খেলার মত, কে যে ভাগ্যে পড়ে ঠিক নাই।
পিআর সম্পর্কে সতর্ক করে ইসলামী এই বক্তা বলেন, রাসুলুল্লাহর (সাঃ) তাবেয়ি মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ বলেছেন, যাদের কাছ থেকে দ্বীন শিখবা আগে তাদেরকে দেখো- তারা ঠিক আছে কিনা। ঠিক একইভাবে যাদের পিছনে হাঁটবা- ওই নেতাগুলো ঠিক আছে কিনা দেখতে হবে। এখন আপনি যদি অন্ধকারে থাকেন তাহলে কি আপনি চিনতে পারবেন আপনার নেতা? দেখা গেল আপনি নেতা বানায় রাখছেন একজন নুরুল ইসলাম। কিন্তু দেখা গেল এই লোকটা পিআর পদ্ধতিতে আপনার নেতা হল না। নেতা হল কোন চ্যাটার্জি কিংবা ব্যানার্জী। তাহলে আমাদেরকে সকল ক্ষেত্রেই ইসলাম থেকে আদর্শ নিতে হবে। ইসলামের সুমহান আদর্শের বাইরে চলার কোন সুযোগ নাই।