আজ রবিবার (৭ সেপ্টেম্বর) বিরল মহাজাগতিক দৃশ্য—পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় দেখা যাবে ব্লাড মুন বা রক্তিম চাঁদ।
পূর্ণ চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে চাঁদে পৌঁছায়, যেখানে নীল আলো ছড়িয়ে পড়ে আর লাল-কমলা আলো চাঁদে প্রতিফলিত হয়। ফলে চাঁদ রক্তিম দেখায়।
বাংলাদেশে আজ সন্ধ্যার পর থেকে প্রায় তিন ঘণ্টা ধরে আংশিক বা পুরো সময় এই চন্দ্রগ্রহণ ও ব্লাড মুন দেখা যাবে। আকাশ মেঘমুক্ত থাকলে দেশের যে কোনও প্রান্ত থেকেই খালি চোখেই এটি উপভোগ করা যাবে।
ব্লাড মুন দেখা একেবারেই নিরাপদ এবং এর জন্য কোনও চোখের সুরক্ষার প্রয়োজন নেই।