রাশিয়ার ওপর চাপ বাড়াতে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) ভারত ও চীনের পণ্যে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার অপরিশোধিত তেলের সবচেয়ে বড় দুই ক্রেতাকে লক্ষ্যবস্তু করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, মঙ্গলবার (স্থানীয় সময়) ওয়াশিংটনে মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তাদের বৈঠকে ফোনে যোগ দিয়ে এ আহ্বান জানান ট্রাম্প। বৈঠকে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অর্থায়ন বন্ধের উপায় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে এক মার্কিন কর্মকর্তা বলেন, “আমরা প্রস্তুত, এখনই প্রস্তুত। তবে আমাদের ইউরোপীয় অংশীদাররা এগিয়ে এলেই এটা করা হবে।” আরেকজন জানান, ইইউ যদি ভারত ও চীনের ওপর শুল্ক আরোপ করে, তবে যুক্তরাষ্ট্রও একই পদক্ষেপ নেবে।
বর্তমানে ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক ৫০ শতাংশ এবং চীনা পণ্যে ৩০ শতাংশ। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে শুল্ক কয়েক গুণ বেড়ে যেতে পারে।
ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন এক কর্মকর্তা বলেন, “আজ প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না চীন রাশিয়ার তেল কেনা বন্ধ করে, ততক্ষণ বড় অঙ্কের শুল্ক বসানোই সবচেয়ে কার্যকর পথ।”
এর আগে গত রোববার ইউক্রেনে ব্যাপক বিমান হামলার পর ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার হুমকি দেন। পাশাপাশি রাশিয়ার তেল কিনে এমন দেশগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেন।