কক্সবাজারের চকরিয়া পৌর শহরের নামি-দামি রেস্টুরেন্টগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চকরিয়া পৌর শহরের বাণিজ্যিক এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব। অভিযানে ধানসিঁড়ি রেস্টুরেন্ট ও গ্রীন চিলি রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও নানা অনিয়ম পাওয়া গেলে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার ও চকরিয়া উপজেলা ভূমি অফিসের নাজির মনির উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, ভোক্তাদের অভিযোগ যাচাই করে প্রশাসন এ অভিযান চালায়। অভিযানে চকরিয়া থানা পুলিশের একটি দল সহায়তা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব জানান, ধানসিঁড়ি রেস্টুরেন্টকে ২০ হাজার এবং গ্রীন চিলি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে এসব রেস্টুরেন্টকে পরিচ্ছন্নতা বজায় রেখে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।