উখিয়ার তরুণ প্রজন্মকে অনলাইন জুয়া ও মাদকের মারাত্মক আসক্তি থেকে দূরে রাখতে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন তরুণ উদ্যোক্তা ত্বওকী ফারদীন। তিনি প্রতিষ্ঠা করতে যাচ্ছেন আধুনিক ক্রীড়া সুবিধাসম্পন্ন “পালং স্পোর্টস অ্যারেনা”, যেখানে তরুণরা খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্যকর বিনোদনে সম্পৃক্ত হতে পারবে।
এলাকাবাসীর মতে, এ উদ্যোগে তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করা সম্ভব হবে, যা একদিকে স্বাস্থ্যকর প্রজন্ম গড়ে তুলবে, অন্যদিকে মাদক ও অনলাইন জুয়ার ভয়াল ছোবল থেকেও রক্ষা করবে।
ত্বওকী ফারদীন বলেন, “আমার স্বপ্ন তরুণদের জন্য একটি ইতিবাচক প্ল্যাটফর্ম তৈরি করা। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি তাদের জীবন গড়ার এক শক্তিশালী হাতিয়ার।”