1. admin1@shimantoshohor.com : নিজস্ব প্রতিবেদক: : নিজস্ব প্রতিবেদক:
  2. nrakash261@gmail.com : সীমান্ত শহর ডেস্ক: : NR Akash
  3. admin@shimantoshohor.com : প্রকাশক : সীমান্ত শহর ডেস্ক: Islam
  4. alamcox808@gmail.com : বিশেষ প্রতিবেদক : Badioul Alam বিশেষ প্রতিবেদক

আল-আজহার বিশ্ববিদ্যালয়ের স্নাতক ফলাফলে শীর্ষে বাংলাদেশিরা

✍️ প্রতিবেদক: সীমান্ত শহর ডেস্ক:

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৪৯ বার পঠিত

বিশ্ববিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক পরীক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীরা অসাধারণ সাফল্য অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অংশগ্রহণকারী মিশরসহ ৭৬টি দেশের পরীক্ষার্থীর মধ্যে ‘আকীদা ও ফিলোসফি’ বিভাগে সেরা দশের মধ্যে জায়গা করে নিয়েছেন তিনজন বাংলাদেশি শিক্ষার্থী।

এছাড়াও দ্বিনের মূলনীতি অনুষদ (كلية أصول الدين) শরীয়াহ ও আইন অনুষদ (كلية الشريعة والقانون) আরবি ভাষা অনুষদ (كلية اللغة العربية) ইসলামি ও আরবি স্টাডিজ অনুষদ (كلية الدراسات الإسلامية والعربية) দাওয়াহ ও ইসলামি প্রচার অনুষদ (كلية الدعوة الإسلامية)
আল-আযহার ওয়াফেদ (বিদেশি) শিক্ষার্থীদের জন্য ইসলামি বিজ্ঞান অনুষদ (كلية العلوم الإسلامية الأزهرية للوافدين) ভাষা ও অনুবাদ অনুষদ (كلية اللغات والترجمة) পবিত্র কুরআন বিষয়ক পাঠ ও বিজ্ঞান অনুষদ (كلية القرآن الكريم للقراءات وعلومها) উচ্চতর শিক্ষা ও গবেষণা অনুষদ (كلية الدراسات العليا) অনুষদের শীর্ষ দশে বাংলাদেশের নাম উজ্জ্বলভাবে উঠে এসেছে।

স্নাতক শেষ বর্ষে আকীদা ও ফিলোসফি’ বিভাগে যে তিন বাংলাদেশি শিক্ষার্থী সেরা দশে স্থান পেয়েছেন তারা হলেন, গোলাম রাব্বানী চৌধুরী (কুমিল্লা) – ৮৮.২৫% (বিভাগ: আকীদা ও ফিলোসফি, অনুষদ: ইসলামিক থিওলজি) মুহাম্মদ জুনাইদ (ঢাকা) – ৮৭.১৬% (৬ষ্ঠ স্থান) মুহাম্মদ সাজ্জাদ হোসাইন (নারায়ণগঞ্জ) – ৮৫.২৫% (৮ম স্থান)।

স্নাতক প্রথম বর্ষে সেরা দশে বাংলাদেশের ৮ জন শিক্ষার্থী স্থান পেয়েছেন—মোহাম্মদ জুবায়ের (চট্টগ্রাম) – প্রথম স্থান, ৯৭.৬৪% মো. রাকিব (বগুড়া) – তৃতীয় স্থান, ৯৫.৫০% মো. শরীফ আহমদ (সিলেট) – চতুর্থ স্থান, ৯৫.২৫% মুহাম্মদ আমিনুল ইসলাম ভূঁইয়া (ঢাকা) – ৭ম, ৯৪.৩১% মুহাম্মদ আইয়ুব আলী (নোয়াখালী) – ৮ম, ৯৪.১২% ,মো. হাফিজুল হক (হবিগঞ্জ) – ৯ম, ৯৩.৯৩%, মুহাম্মদ নোমান আহমাদ (বাংলাদেশ) – ১০ম, ৯৩.৭৫%, মো. সাঈদুল গফফার (কক্সবাজার) – বিশেষভাবে উল্লেখযোগ্য, ১১তম স্থান, ৯৩.৬২% স্নাতক দ্বিতীয় বর্ষে সেরা দশে স্থান পেয়েছেন ৫ জন বাংলাদেশি। মুহাম্মদ ইয়াসিন আরাফাত রাফে – ১ম, ৯৭.৮২% মুহাম্মদ শাকিল ইজতিহাদ সিফাত – দ্বিতীয়, ৯৭.৮২% মুহাম্মদ নাজমুল ইসলাম – তৃতীয়, ৯৬.৫২% মুহাম্মদ নাঈমুর রহমান ইবনে মুহাম্মদ – ৭ম, ৯৪.৬৪% আহমান ইবনে মুহাম্মদ উসমান – ৮ম, ৯৪.২৩%

স্নাতক ৩য় বর্ষে বাংলাদেশি ২ শিক্ষার্থী শীর্ষ দশে স্থান পেয়েছেন—মাসুম বিল্লাহ গুলজার – ৪র্থ, ৯৫.০৭% ও ইয়াকুব বিন ইসহাক – ৮ম, ৯৩%।

এই গৌরবোজ্জ্বল অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয় বরং বাংলাদেশের ইসলামী শিক্ষার আন্তর্জাতিক স্বীকৃতির প্রতিফলন। তরুণ আলেমদের জন্য এটি এক অনন্য অনুপ্রেরণার উৎস।

সোমবার (২৮ জুলাই) আল-আজহার বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে স্নাতক পর্যায়ের ফলাফল প্রকাশ করে বাংলাদেশি শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

এর আগে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আল-আজহারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (সানাভিয়া) পরীক্ষায় সেরা দশে বাংলাদেশের ৬ জন শিক্ষার্থী স্থান পেয়েছিলেন।

মিশরের গ্র্যান্ড ইমাম ও শায়খুল আজহার অধ্যাপক ড. আহমাদ আত-তাইয়্যব বাংলাদেশি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, আমি আশা করছি, তারা নিজ নিজ দেশে ফিরে আল-আজহারের মহান আদর্শ ও জ্ঞানের প্রতিনিধি হিসেবে ভূমিকা রাখবে।

মিশরে বাংলাদেশি ছাত্র সংগঠনের সভাপতি এস.এম. ফকরুল ইসলাম এই সাফল্যে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই অর্জন পুরো জাতির জন্য গর্বের। আমরা চাই ভবিষ্যতেও বাংলাদেশি শিক্ষার্থীরা এভাবেই আল-আজহারে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করুক।
তিনি আরও বলেন, এই সফলতা আমাদের ঐক্য, অধ্যবসায় ও দেশের প্রতি দায়বদ্ধতারই ফল।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com