বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজারে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৩টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হল রুমে ইসলামী ছাত্র আন্দোলন কক্সবাজার জেলা শাখার উদ্যোগে সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান এবং বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি মাওলানা আমিরুল ইসলাম মীর।
সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি ইয়াছিন আরাফাত।
কক্সবাজার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তারা প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলে ধরেন।
সমাবেশ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্রদের সমন্বয়ে একটি শান্তিপূর্ণ র্যালি কক্সবাজার পৌরসভার সামনে থেকে শুরু হয়ে পেট্রোল পাম্প পর্যন্ত গিয়ে পুনরায় পৌরসভার সামনে এসে শেষ হয়।