উখিয়া ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় স্কুল হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি শাহ আলমের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ ও হুইপ, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম, টেকনাফ ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল হান্নান, বিএনপি নেতা নুরুল ইসলাম সিকদার ও আহসান উল্লাহ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল মালেক মানিক প্রমুখ।
অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন শিক্ষক রফিক উল্লাহ আল হাসান, রিদুয়ান, মোহাম্মদ হোসাইন, সাইফুল ইসলাম ও নুরুল আবছার।